শিরোনাম
করোনা: সহকর্মীদের নিয়ে মাঠে আছেন ইউএনও
বিস্তারিত
করোনা ভাইরাস ঠেকাতে রাতদিন কাজ করে যাচ্ছে মধুখালী উপজেলার প্রশাসন। এই কাজে যুক্ত হয়েছে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবীরাও। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রাতদিন কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠে শ্রম দিচ্ছেন দেশের জন্য। মানুষের জন্য।
করোনার কারণে কর্মহীন পরিবারের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে মধুখালী উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা মনোয়ার নিজে উপস্থিত থেকে এই কাজ পরিচালনা করছেন। খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন অসহায় মানুষের দুয়ারে। এছাড়া ইউএনও কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরাও এ কাজ করছেন।ইউএনও মোস্তফা মনোয়ার ঢাকা টাইমসকে বলেন, ‘করোনার এই দুর্যোগের সময় জীবনের ঝুঁকি নিয়ে ইউএনও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে যাচ্ছেন। এই কাজে স্বেচ্ছাসেবীরাও যুক্ত হয়েছেন।’
তিনি বলেন, ‘এমন অনেক কর্মচারী আছেন যারা আগামী এক বছরের মধ্য অবসরে যাবেন। কারো ঘরে স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, কারো ঘরে নতুন অতিথি এসেছে কিংবা নিজেও ডায়াবেটিকসহ নানা রোগে আক্রান্ত। কিন্তু তারপরও সরকারের নির্দেশনা অনুযায়ী মানুষের জন্য তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। রাত জেগে পাহারা দিচ্ছেন। তাদেরকে আমি সব সময় পাশে পাচ্ছি।’
উপজেলার কর্মহীন হয়ে পড়া দিনমজুর শ্রেণির মানুষের মুখে খাবার তুলে দিতে কাজ করছেন স্বপ্নতরী নামে একটি সামাজিক সংগঠন। গত বুধবার সংগঠনটি খাদ্যসামগ্রী বিতরণ শুরু করে। ইউএনও মোস্তফা মনোয়ার এসময় উপস্থিত ছিলেন। সংগঠনটি দেড়শর বেশি কর্মহীন শ্রমজীবী অসহায় পরিবারকে খাবার দিয়েছে।
এছাড়া মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মধুখালীর বাগাট, নওপাড়া ও কামারখালী ইউনিয়নের বিভিন্ন বাজারের টিউবওয়েল, মসজিদের ওযুখানা, বিভিন্ন দোকানপাটের চেয়ার, টেবিল, বেঞ্চিতে জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে দূষণ দূর করা হয়। ইউএনওসহ উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরাও এ কাজে অংশ নেন।
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরিতেও কাজ করছে উপজেলা প্রশাসন। ইউএনও এবং উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে হাটবাজার ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে মানুষকে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে বলা হচ্ছে। প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতেও বারণ করছেন তারা। সেই সঙ্গে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কেও প্রচারণা চালানো হচ্ছে।