কোরকদি ইউনিয়নের অর্জনের থলি ভর্তি। এই ইউনিয়নে রয়েছে সুনামধন্য ডাক্তার, মেরিন ইঞ্জিনিয়ার, বিসি এস ক্যডার, উকিল, জজ, সাংবাদিক, রিপোর্টার প্রায় সব ধরনের পেশাজীবী ও রাজনৈতিক নেতা। আর এর থেকে বড় অর্জন একটি ইউনিয়নের জন্য কি হতে পারে। আমরা সত্যিই ধন্য এই রকম একটা ইউনিয়নে জন্ম গ্রহন করে।